মুশফিকের ভাবনায় র‌্যাঙ্কিং

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসি র‌্যাঙ্কিং নিয়েও খেয়াল আছে মুশফিকুর রহিমদের। অতিথিদের হারিয়ে এক ধাপ এগুতে চান বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 10:34 AM
Updated : 24 Oct 2014, 11:20 AM

শুক্রবার অনুশীলনের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, “আমাদের মূল মনোযোগ থাকবে ফলের দিকে। তারপরে আসবে র‌্যাঙ্কিংয়ের ব্যাপারটা। আমরা যদি প্রসেসগুলো ঠিক রাখি তাহলে ফল ও র‌্যাঙ্কিং দুটোই থাকবে। জেতার জন্য যা যা করা দরকার তার সবই করার চেষ্টা করবো আমরা।”

২০১৭ সালের ৩১ ডিসেম্বরে অথবা সে সময় চলতে থাকা কোনো সিরিজ শেষ হওয়ার পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দশম দলটি সহযোগী দেশগুলোর প্রতিযোগিতা ইন্টারকন্টিনেন্টাল কাপের বিজয়ী দলের বিপক্ষে পাঁচ দিনের চারটি ম্যাচ খেলবে।

জিম্বাবুয়েকে পেছনে ফেলতে পারলে সহযোগী দেশগুলোর টেস্ট মর্যাদা পাওয়ার লড়াই ‘আইসিসি টেস্ট চ্যালেঞ্জে’ খেলতে হবে না বাংলাদেশের।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

ঢাকা টেস্ট শুরুর আগে নয় নম্বরে থাকা জিম্বাবুয়ের রেটিং ৩৯ আর ১০ নম্বর দল বাংলাদেশের ১৯। ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে জিম্বাবুয়ের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যাবে মুশফিকুর রহিমের দল।

২-০ ব্যবধানে জিতলে জিম্বাবুয়ের চেয়ে নয় পয়েন্টে এগিয়ে যাবে বাংলাদেশ। ২-১ ব্যবধানে জিতলেও জিম্বাবুয়ের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে যাবে স্বাগতিকরা।

ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে জিম্বাবুয়ের। ৩-০ ব্যবধানে জিতলে ৩৫, ২-০ ব্যবধানে জিতলে ২৮ ও ১-০ ব্যবধানে জিতলে ২৩ পয়েন্টে এগিয়ে যাবে ব্রেন্ডন টেইলরের দলটি।

টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলেও ব্যবধান কমবে। সেক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে থাকবে জিম্বাবুয়ে।

৩ নভেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ও ১২ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শুরু হবে।