ওয়ানডের টিকেটের সর্বনিম্ন মূল্য বেড়ে দ্বিগুণ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। টেস্ট সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০ টাকা। ওয়ানডে সিরিজে টিকেটের দাম শুরু ১০০ টাকায় টিকেট পাওয়া যাবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 03:08 PM
Updated : 23 Oct 2014, 03:08 PM

বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ৫০ টাকা। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সেই টিকেট কিনতে হবে ১০০ টাকায়।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউক্যাশ এবং নির্ধারিত ১১টি শাখার মাধ্যমে টিকিট বিক্রি করবে ইউসিবিএল।

ইউসিবিএলের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাবেদ ইকবাল জানান, ইউক্যাশের মাধ্যমে বৃহস্পতিবার থেকেই টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকলেও টিকিট বিক্রির জন্য বেশ কয়েকটি শাখা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকায় ইউসিবিএলের মিরপুর, ধানমণ্ডি, বসুন্ধরা, বিজয়নগর ও উত্তরা শাখায় টিকেট পাওয়া যাবে।

চট্টগ্রামের মুরাদপুর, আন্দরকেল্লা, দামপাড়া ও হালিশহর শাখা থেকে টিকেট কিনতে পারবেন ক্রিকেটভক্তরা। আর খুলনার খান জাহান আলী ও খুলনা প্রধান শাখায় টিকেট পাওয়া যাবে।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। পরের দুটি টেস্ট হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

চট্টগ্রামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হবে। আর শেষ তিনটি ওয়ানডে হবে মিরপুরে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের টিকেটের দাম:

হসপিটালিটি বক্স: এক হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
গ্রান্ড স্ট্যান্ড দক্ষিণ ও উত্তর: ৩০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা
শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৭৫ টাকা
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৫০ টাকা
পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা


খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের টিকেটের দাম:

বিসিবি কর্পোরেট: এক হাজার টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা
ক্লাব হাউজ: ৭৫ টাকা
পশ্চিম গ্যালারি: ৫০ টাকা
পূর্ব গ্যালারি: ২০ টাকা


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্টের টিকেটের দাম:

হসপিটালিটি বক্স: এক হাজার টাকা
ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার টাকা
গ্রান্ড স্ট্যান্ড: ৩০০ টাকা
আন্তর্জাতিক গ্যালারি: ৭৫ টাকা
ক্লাব হাউজ: ৭৫ টাকা
পশ্চিম গ্যালারি: ৫০ টাকা
পূর্ব গ্যালারি: ২০ টাকা