রাইডারের ৫৭ বলে ১৩৬ রান!

নিজেদের দেশের বিশ্বকাপের আগে জ্বলে উঠছেন জেসি রাইডার। ওটাগোর হয়ে আয়ারল্যান্ডের একটি একাদশের সঙ্গে ৫৭ বলে ১৩৬ রান করেছেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 10:18 AM
Updated : 23 Oct 2014, 10:18 AM

রাইডারের ৮টি ছয় আর ১৮টি চারের এই ইনিংসের কল্যাণে বৃহস্পতিবার লিংকনে ৩ উইকেটের জয় পায় ওটাগো।

এই বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন রাইডার। গভীর রাত পর্যন্ত অকল্যান্ডের একটি পানশালায় কাটানোর কারণে ওই সফরে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটসম্যান।

কদিন আগেই রাইডার নিউ জিল্যান্ডের কোচ মাইক হেসনের সঙ্গে কথা বলেন। এর পরই এমন একটি ইনিংস খেললেন তিনি।

ইংল্যান্ডের গ্রীষ্মটা তিনি কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলেন। সেখানে তিনি ৬টি সীমিত ওভারের ম্যাচে ৯২.২৫ গড়ে ৩৬৯ রান করেন। স্ট্রাইক রেটও ছিল অসাধারণ, ১২২।

২০১৫ বিশ্বকাপের আগে রাইডারের এমন ব্যাটিং কোচকে হয়ত তাকে নিয়ে ভাবতে বাধ্য করবে। আগামী বছরের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউ জিল্যান্ডও যৌথ আয়োজক।