ইউনুসের শতকে ভালো অবস্থানে পাকিস্তান

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের শুরুটা মোটামুটি ভালোই করেছে পাকিস্তান। প্রথম ম্যাচের প্রথম দিনে স্কোর বোর্ডে খুব বেশি রান না উঠলেও বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছে মিসবাহ-উল-হকের দল। ইউনুস খানের শতকের উপর ভর করে ৪ উইকেটে ২১৯ রান করেছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 02:39 PM
Updated : 22 Oct 2014, 02:39 PM

বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে হারায় তারা। চতুর্থ ওভারের প্রথম বলে ফিরে যান আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদও।

সাত রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে কক্ষপথে ফেরান দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। আজহার আলির সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন ইউনুস। ৫৩ রান করে আজহার ফিরে গেলেও হার মানেননি ইউনুস।

মিচেল জনসনের বলে বোল্ড হওয়ার আগে ১০৬ রান করেন ইউনুস। তার ২২৩ বলের ইনিংসটি ১০টি চার ও ১টি ছক্কায় সাজানো। ক্যারিয়ারে ইউনুস খানের এটি ২৫তম টেস্ট শতক।

অপরাজিত আছেন অধিনায়ক মিসবাহ (৩৪) ও আসাদ সফিক (৯)।

২২ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার পেসার জনসন।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ২১৯/৪ ( শেহজাদ ৩, হাফিজ ০, আজহার ৫৩, ইউনুস ১০৬, মিসবাহ ৩৪, শফিক ৯; জনসন ৩/২২, সিডল ১/২৭)