ব্যাটিং প্রস্তুতিতে সন্তুষ্ট টেইলর

বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে সন্তুষ্ট ব্রেন্ডন টেইলর। তবে উইকেটে থিতু হলেও ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় হতাশ জিম্বাবুয়ের অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 01:14 PM
Updated : 22 Oct 2014, 01:14 PM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে টেইলর বলেন, “প্রথম ইনিংসের চেয়ে দ্বিতীয় ইনিংসে আমরা ভালো খেলেছি। তবে বাংলাদেশের জাতীয় দলে যে মানের স্পিনার রয়েছে, সেই মানের স্পিনারের বিপক্ষে আমরা এখানে খেলিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা বেশ দৃঢ়তা দেখিয়েছে।”

প্রথম ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ে খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২০১ রান করে।

“আমাদের খেলায় উন্নতি হয়েছে। তবে ৩০/৪০ রান করে আউট হওয়া ভালো নয়, এই ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। টেস্টের আগে আরো দুই দিন সময় আছে। আমাদের লম্বা সময় উইকেটে থাকার অভ্যাস গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টেইলরসহ জিম্বাবুয়ের অনেক খেলোয়াড়েরই খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই দ্রুত মানিয়ে নেয়ার ব্যাপারে আত্ববিশ্বাসী জিম্বাবুয়ের অধিনায়ক।

“আমাদের দলের অর্ধেকের এখানে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখানে খেলা কঠিন। বাংলাদেশে খুব ভালো মানের স্পিনার রয়েছে। তাদের বিপক্ষে এখানে খেলা কঠিন।”

অনভিজ্ঞ স্পিনারদের নিয়ে এলেও তার ওপর পূর্ণ আস্থা রয়েছে টেইলরের।

“(জন)নিউম্বু খুব ভালো অফস্পিনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ভালো অভিষেক হয়েছে। আরো কয়েকজন স্পিনার আমাদের দলে রয়েছে। বাংলাদেশ আক্রমণাত্মক একটি দল। এখানে স্পিনারদের ভালো একটি পরীক্ষাই হবে।”