সতীর্থদের পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ শুভাগতের

উইকেটে থিতু হলেও বড় ইনিংস খেলতে পারছেন না ব্যাটসম্যানরা। এ নিয়ে দুর্ভাবনা না থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সতীর্থদের পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ দিয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 01:03 PM
Updated : 22 Oct 2014, 01:03 PM

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে শুভাগত বলেন, “টেস্টের আগে বড় ইনিংস খেলতে পারলে আত্মবিশ্বাস আরো দৃঢ় হত। অনুশীলন ম্যাচ হলেও এখানে সবাই ভালো করার চেষ্টাই করেছে।”

আগের দিনই অর্ধশতক পাওয়া শুভাগত ৭৫ রানে অপরাজিত থাকেন। শামসুর রহমান ও শুভাগত ছাড়া আর কেউ ভালো করতে পারায় ২৯৭ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ।

“অনুশীলন ম্যাচের চেয়ে আন্তর্জাতিক ম্যাচ অনেক কঠিন। সেখানে ম্যাচ পরিস্থিতি ভিন্ন থাকে, সেই ম্যাচে আবহাও আরো কঠিন থাকে। আমার মনে হয়, আমাদের আরো ধৈর্য্য নিয়ে খেলা উচিত। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে, ম্যাচের অবস্থা বুঝে ব্যাটিং করাটা জরুরি।”

নাটসাই মুসাংওয়ে, তাফাজয়া কামুনগোজি, ওয়েলিংটন মাসাকাদজাদের বল খেলার অভিজ্ঞতা থেকে শুভাগত জানান, জিম্বাবুয়ের স্পিনারদের বলে টার্ন কম থাকলেও ওরা সঠিক লাইন-লেন্থে বল করে।

ওয়েস্ট ইন্ডিজে অভিষেকের পর প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত শুভাগত।

“লক্ষ্য থাকবে ভাল কিছু করে দলে জায়গাটা স্থায়ী করা। এখনতো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করি। ওভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি।”