ওজন বাড়ায় রান পাবেন মিসবাহ!

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মিসবাহ-উল হক ফর্মে ফিরবেন বলে মনে করেন বাসিত আলি। পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটসম্যানের এমন ধারণার কারণ মিসবাহর ওজন বৃদ্ধি!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 09:44 AM
Updated : 21 Oct 2014, 09:44 AM

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মিসবাহর দল সুই নর্দান গ্যাসের কোচ বাসিত। এ কারণেই মিসবাহকে খুব কাছ থেকে দেখেন তিনি। গত জুনে মিসবাহ ফিটনেস ক্যাম্পে ১০ কেজি ওজন কমান।

এরপর অগাস্টে শ্রীলঙ্কায় আর এখন সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রান পাচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক।

এমন অনুমান বাসিত নাকি আগেই করেছিলেন।

"আমি মিসবাহকে বলেছিলাম ৪০ বছর বয়সে এতটা ওজন কমানো উচিৎ নয় এবং এটা ক্রিজে প্রভাব ফেলতে পারে। এখন তার ওজন ৭ কেজি বেড়েছে এবং টেস্ট ক্রিকেটে সে হয়ত ফর্মে ফিরবে।"

ওজন কমানোয় কেন মিসবাহ ফর্ম হারান, সেই ব্যাখ্যাও দেন পাকিস্তানের হয়ে ১৭টি টেস্ট ও ৫০টি ওয়ানডে খেলা বাসিত।

"ওজন কমাটা শ্রীলঙ্কার গরম আর আর্দ্র আবহাওয়ায় তার ব্যাটিংয়ে প্রভাব ফেলেছে এবং সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়াও একই রকম।"

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টটি দুবাইয়ে বুধবার শুরু হবে।