স্পিনারদের সামলাতে প্রস্তুতি নিয়েই এসেছে জিম্বাবুয়ে

তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অনিয়মিত স্পিনারদের বিপক্ষে ভালো করতে না পারলেও টেস্টে বাঁহাতি স্পিনারদের ভালভাবেই সামাল দেয়ার ব্যাপারে আশাবাদী এল্টন চিগুম্বুরা। এর জন্য দেশ থেকেই প্রস্তুতি নিয়ে আসার কথা জানালেন এই অলরাউন্ডার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 01:51 PM
Updated : 20 Oct 2014, 02:21 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন ২৪১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১ রান।

সোমবার প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের চিগুম্বুরা বলেন, “এটা শুধুই একটা প্রস্তুতি ম্যাচ। এখানে সবাই ভিন্ন কৌশল কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে এটা সত্য যে, আমরা ভাল ব্যাট করতে পারিনি।”

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের বাঁহাতি স্পিনারের বিপক্ষে খেলার সুযোগ হয়নি। তবে টেস্টে তারাই হতে পারেন বাংলাদেশের মূল অস্ত্র।

“বাংলাদেশ এই ম্যাচে কোনো বাঁহাতি স্পিনার খেলায়নি। ওরা স্বাগতিক, আর ঘরের মাঠে খেলার সুবিধা নেবেই। আমরা ওদের বাধ্য করতে পারি না। তবে দেশ থেকেই আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছি। আশা করি, টেস্টে বাঁহাতি স্পিনারদের সামলাতে কোনো সমস্যা হবে না।”

জিম্বাবুয়ে দলের অনেকেরই বাংলাদেশে খেলার অভিজ্ঞতা নেই। সেদিক থেকে তিন দিনের ম্যাচকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ভালো সুযোগ হিসেবে দেখছেন চিগুম্বুরা।

“কন্ডিশনের সঙ্গে প্রথম পাঠটা আমাদের হয়ে গেছে; টেস্ট ম্যাচে এই অভিজ্ঞতা কাজে দেবে। যারা এই কন্ডিশনের সঙ্গে পরিচিত নয়, তারা এর মধ্যে দিয়ে ধীরে ধীরে নিজেদের মানিয়ে নেবে। এই ম্যাচ থেকে আমরা ঠিক এটাই চাচ্ছি।”

শুরুতে পেসারদের বিপক্ষে ভালো করতে পারেননি অতিথি ব্যাটসম্যানরা। আর পরে স্পিনের সঙ্গেও লড়াই করতে হয় তাদের। যদিও বিসিবি একাদশে নিয়মিত কোনো স্পিনার নেই।

তিন অফস্পিনার নাঈম ইসলাম, আসিফ আহমেদ ও শামসুর রহমান এবং লেগস্পিনার মার্শাল আইয়ুবকে সামলাতে বেশ বেগ হতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সেখানে সাকিব আল হাসান, তাইজুল ইসলামের মতো বাঁহাতি স্পিনারদের সামলাতে হবে ব্রেন্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজাদের।