টি-টোয়েন্টি দলে ফিরলেন ওয়াটসন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা অলরাউন্ডার শেন ওয়াটসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 04:54 AM
Updated : 20 Oct 2014, 04:56 AM

সোমবার তিন ম্যাচের সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পারেননি ওয়াটসন। চোটের কারণে এর আগে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও ছিলেন না ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজে শেষবার টি-টোয়েন্টি খেলা পেসার প্যাট কামিন্সও ফিরেছেন অস্ট্রেলিয়া দলে।
সবচেয়ে বড় চমক বেন ডাঙ্কের ডাক পাওয়া। তাসমানিয়ার বিপক্ষে ওয়ানডেতে অপরাজিত ২২৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন তিনি। তিনি ছাড়াও দলে এসেছেন নাথান রেয়ারডন ও ক্যামেরন হোয়াইট।
নতুন অধিনায়ক অ্যারন ফিঞ্চের অধীনে ৫, ৭ ও ৯ নভেম্বর ম্যাচ তিনটি খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, ডগ বোলিঙ্গার, ক্যামেরন বয়েস, প্যাট কামিন্স, বেন কাটিং, বেন ডাঙ্ক, জেমস ফকনার, নিক ম্যাডিসন, নাথান রেয়ারডন, কেন রিচার্ডসন, শেন ওয়াটসন, ক্যামেরন হোয়াইট।