বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ অস্বীকার আইসিসির

অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির কড়াকড়িকে অনেকেই দেখছেন বাঁকা চোখে। কেউ কেউ বলছেন, নির্দিষ্ট অঞ্চলের বোলারদের এর লক্ষ্য করা হয়েছে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, অবৈধ বোলিং অ্যাকশন চিহ্নিত এবং তা পরীক্ষা করার প্রক্রিয়া যথার্থই আছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 06:10 PM
Updated : 18 Oct 2014, 06:10 PM

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষিতে শনিবার আইসিসি এক বিবৃতিতে চাকিংয়ের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করে। অঞ্চলভেদে বোলারকে নিষিদ্ধ করার অভিযোগ উড়িয়ে দেয় তারা।

বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাইদ আজমলসহ সম্প্রতি বেশ কয়েকজন বোলারের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযোগ আনেন আম্পায়াররা। আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর আজমল, কেন উইলিয়ামস, সচিত্রা সেনানায়েকে, প্রসপার উতসেয়া ও সোহাগ গাজীর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গত জুনে আইসিসির ক্রিকেট কমিটি আম্পায়ারদের অবৈধ বোলিং অ্যাকশন জোরালোভাবে ধরতে বলে। বোলারদের বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর পর আইসিসি নিশ্চিত হয়, ক্রিকেট কমিটির উদ্বেগ যথার্থই ছিল।