প্রস্তুতি ম্যাচের শেষ দিনে ৪ অর্ধশতক

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনও রান পেয়েছেন ব্যাটসম্যানরা। শেষ দিন মুশফিকুর রহিম, নাসির হোসেন, শামসুর রহমান ও শুভাগত হোম চৌধুরী অর্ধশতক করেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2014, 01:43 PM
Updated : 18 Oct 2014, 01:43 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৭৯ নিয়ে খেলা শুরু করে বিসিবি লাল দল।

আগের দিন অর্ধশতক পাওয়া মোহাম্মদ মিঠুন এদিন আর ব্যাটিংয়ে নামেননি। প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ দ্বিতীয় ইনিংসে ফিরেন শূন্য রানে।

দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পান মুশফিকুর রহিম। ৫ উইকেটে ২৭১ রানে ইনিংস ঘোষণার সময় ৫৯ রানে অপরাজিত ছিলেন লাল দলের অধিনায়ক।

প্রথম ইনিংসে ১ রানের জন্য অর্ধশতক না পাওয়া নাসির এবার খেলেন ৬৫ রানের চমৎকার এক ইনিংস। এছাড়া আবুল হাসানের ব্যাট থেকে আসে ৩৫ রান।

প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নেয়ায় জয়ের জন্য বিসিবি সবুজ দলের প্রয়োজন ছিল ২০৮ রান।

শামসুরের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে মাত্র ৫ রান করা সাকিবের ব্যাট থেকে এবার আসে ৩৪ রান। সর্বোচ্চ ৭৭ রান করে স্বেচ্ছায় অবসর নেন শামসুর।

এনামুল হক ও শুভাগত দলকে জয় এনে দেয়ার পরও কিছুক্ষণ ব্যাট করে সবুজ দল। শেষ পর্যন্ত ২ উইকেটে ২৩৬ রান করে তারা। শুভাগতর ব্যাট থেকে আসে ৬১ রান। এনামুল অপরাজিত থাকেন ৪১ রানে।

এর আগে ৭ উইকেটে ২২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লাল দল। জবাবে ৪ উইকেটে ২৮৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সবুজ দল।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৫ অক্টোবর।