জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ টেস্ট ক্রিকেটার

জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বাংলাদেশ দলে পাঁচ টেস্ট ক্রিকেটারকে নেয়া হয়েছে। তিন দিনের এই ম্যাচের জন্য শুক্রবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 02:14 PM
Updated : 17 Oct 2014, 02:22 PM

বিসিবি একাদশে ডাক পাওয়া টেস্ট খেলোয়াড়রা হলেন শামসুর রহমান, মার্শাল আইয়ুব, শুভাগত হোম চৌধুরী, নাঈম ইসলাম ও রবিউল ইসলাম।

২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগে তিন দিনের ম্যাচ হবে রবিউল, শামসুর, শুভাগত, মার্শাল, নাঈমদের বড় পরীক্ষা। ভালো করলে প্রথম টেস্টের দলে থাকার সুযোগ থাকবে তাদের।

রবিউল, শামসুর ও শুভাগত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে সিরিজের দলে ছিলেন। অন্য দিকে নাঈম ও মার্শালের জন্য ভালো খেলে দলে ফেরার এটা ভালো একটা সুযোগ।

পাঁচ জন পেসার রয়েছেন বিসিবি একাদশে, তবে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়নি।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সোমবার শুরু হবে তিন দিনের ম্যাচটি।

তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে শুক্রবার ঢাকায় পৌছেছে জিম্বাবুয়ে দল।

বিসিবি একাদশ: শামসুর রহমান, সাদমান ইসলাম, মার্শাল আইয়ু্ব, শুভাগত হোম চৌধুরী, রনি তালুকদার, নাঈম ইসলাম, মোহাম্মদ জসীমউদ্দিন (উইকেটরক্ষক), দেওয়ান সাব্বির, শুভাশীষ রায়, মেহদী হাসান, মুক্তার আলী, রবিউল ইসলাম, তাইবুর পারভেজ, আসিফ আহমেদ।