তামিম, মুমিনুলের অর্ধশতক

জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন অর্ধশতক পেয়েছেন তামিম ইকবাল ও মুমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2014, 01:29 PM
Updated : 17 Oct 2014, 01:30 PM

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ উইকেটে ৪৫ নিয়ে খেলা শুরু করে বিসিবি সবুজ দল।

আগের দিনের ১০ রানের জুটিকে এদিন ১৫৮ পর্যন্ত এগিয়ে নেন তামিম ও মুমিনুল। আবুল হাসানের বলে মুমিনুল এলবিডব্লিউর ফাঁদে পড়লে ভাঙে তাদের ৪৮.৪ ওভার স্থায়ী জুটি।

৮৪ রানের চমৎকার ইনিংস খেলা মুমিনুলের ১৫২ বলের ইনিংসটি ৮টি চারে গড়া।

শতকের দিকে এগিয়ে যাওয়া তামিমকেও ফেরান হাসান। তার বলে উড়িয়ে মারতে গিয়ে মিডঅনে লিটন দাসের ক্যাচে পরিণত হন তামিম (৯২)। মাত্র ৮ রানের জন্য শতক বঞ্চিত হওয়া সবুজ দলের অধিনায়কের ১৭৮ বলের ইনিংসটি ১০ চার সমৃদ্ধ।

এরপর সাকিব আল হাসান (৫) দ্রুত ফিরলেও দলকে তিনশ'র কাছাকাছি নিয়ে যান শুভাগত হোম চৌধুরী ও সৌম্য সরকার।

৪ উইকেটে ২৮৪ রানে সবুজ দলের ইনিংস ঘোষণার সময় শুভাগত ৩৪ ও সৌম্য ৩৩ রানে অপরাজিত থাকেন।

৬৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওযার আগে ১ উইকেটে ৭৯ রান করে বিসিবি লাল দল।

প্রথম ইনিংসের মত এবারো শূন্য রানে ফিরেন লিটন। তবে ৫৩ রানে অপরাজিত রয়েছেন প্রথম ইনিংসে শূন্য করা অন্য উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার সঙ্গী সাব্বির রহমান ব্যাট করছেন ১৭ রানে।

এর আগে প্রথম দিন ৭ উইকেটে ২২০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে লাল দল।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২৫ অক্টোবর।