আফ্রিদির সুর বদল

অধিনায়ক নিয়ে তোলা বিতর্কে সুর বদল করে ফেলেছেন শহীদ আফ্রিদি। আগামী বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার জন্য মিসবাহ-উল-হকই সেরা পছন্দ মনে করেন বলে জানিয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2014, 10:48 AM
Updated : 15 Oct 2014, 10:48 AM

একটি বিবৃতিতে আফ্রিদি মিসবাহকে সেরা পছন্দ উল্লেখ করার পাশাপাশি তাকে সর্বাত্মক সাহায্য করার কথাও জানান।    

দুবাইয়ে গত রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে নেতৃত্ব দেন আফ্রিদি। এক রানে হেরে যাওয়া ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে আগামী বিশ্বকাপের পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অধিনায়ক নির্বাচন নিয়ে সমালোচনা করেন আফ্রিদি।

এর আগে বিশ্বকাপের জন্য মিসবাহকে অধিনায়ক রাখার কথা বলে পিসিবি। তবে তৃতীয় ওয়ানডেতে তিনি না খেলায় আফ্রিদি অধিনায়কের দায়িত্ব পালন করেন।

বিষয়টি নিয়ে আফ্রিদি বলেন, বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি তৈরি আছেন; আর পিসিবির উচিৎ বিশ্বকাপের জন্য দলের অধিনায়ক দ্রুতই ঠিক করে ফেলা।

আফ্রিদির এই মন্তব্যের তদন্ত করা হবে বলে পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান তখন জানান, এটা কেন্দ্রীয় চুক্তির লঙ্ঘন হলে তাকে শাস্তি দেয়া হবে। বিশ্বকাপের জন্য মিসবাাহই পাকিস্তানের অধিনায়ক বলে জানান তিনি।

শাহরিয়ার খানের এই কথার পরই বিবৃতি দিয়ে আফ্রিদি তার সুর বদল করেন।

সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের  সবকটিতেই হারে পাকিস্তান।