ঢাকায় এসে স্মৃতিকাতর টেন্ডুলকার

শেষ আন্তর্জাতিক শতক পাওয়া শহরে এসে স্মৃতিকাতর হয়ে পড়লেন ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2014, 02:57 PM
Updated : 14 Oct 2014, 03:05 PM

মঙ্গলবার ঢাকার হোটেল সোনারগাঁওয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের লোগো উন্মোচন অনুষ্ঠানে টেন্ডুলকার জানান, বাংলাদেশে আসা সব সময়ই তার জন্য বিশেষ কিছু।

১৯৯৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে বাংলাদেশে প্রথম আসেন টেন্ডুলকার। ২০০১ সালে বাংলাদেশের অভিষেক টেস্টের প্রতিপক্ষ ভারত দলে ছিলেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

মাঠে বাংলাদেশ দল যেমন সমর্থন পায় ঠিক একই রকম সাড়া পেয়ে মুগ্ধ বলে জানান টেন্ডুলকার।

“আমার মনে আছে, সুনিল গাভাস্কারের ৩৪ শতকের রেকর্ড স্পর্শ করার সময় এখানে দারুণ সংবর্ধনা পেয়েছিলাম। আমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। তিনি সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন। আর তিনিই আমাকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন।”

শততম শতকের জন্য টেন্ডুলকারের অপেক্ষার অবসান হযেছিল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৩৬৯ দিন অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বিপক্ষে ২০১২ সালের এশিয়া কাপের ম্যাচে শতক পান তিনি। তবে সেই ম্যাচে তাকে হতাশ করে জিতেছিল বাংলাদেশ।

লিজেন্ডস অব রূপগঞ্জের প্রথম জার্সিটি দলের অধিনায়ক সাকিব আল হাসানের হাতে তুলে দেন টেন্ডুলকার।

“তামিম (ইকবাল) ও সাকিব এই দলে আছে। এটা ক্লাব ও তরুণদের অনেক বড় অনুপ্রেরণা। আমি বাংলাদেশ ক্রিকেটের সুন্দর ভবিষ্যত কামনা করছি।”