উতসেয়ারও বোলিং অ্যাকশন অবৈধ

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের সোহাগ গাজীর মতো জিম্বাবুয়ের অফস্পিনার প্রসপার উতসেয়াকেও আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2014, 04:47 PM
Updated : 8 Oct 2014, 04:47 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, স্বাধীন বিশ্লেষণে দেখা গেছে, জিম্বাবুয়ের উতসেয়ার বোলিং অ্যাকশন অবৈধ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়াররা উতসেয়ার বোলিং সন্দেহজনক বলার পর নিয়ম অনুযায়ী কার্ডিফের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

বিশ্লেষণে দেখা গেছে সব ডেলিভারিতেই উতসেয়ার কনুই আইসিসির নির্ধারিত সীমা ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়। তাই আন্তর্জাতিক ক্রিকেটে তার বোলিং তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বোলিং অ্যাকশনে প্রয়োজনীয় পরিবর্তন আনার পর আবার পরীক্ষার আবেদন করতে পারবেন তিনি।

একই কারণে একই দিন নিষিদ্ধ করা হয় বাংলাদেশের অফস্পিনার সোহাগ গাজীকেও।