টস হেরে মাশরাফিদের স্বপ্নভঙ্গ

শিরোপা ধরে রাখতে লড়ার সুযোগই পেল না বাংলাদেশ। বৃষ্টির কারণে সেমি-ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর টসে শ্রীলঙ্কার কাছে হেরেছে মাশরাফি বিন মুর্তজারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 09:03 AM
Updated : 2 Oct 2014, 09:06 AM

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কা খেলবে আফগানিস্তানের সঙ্গে। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

বৃহস্পতিবার ইনচনের ইয়োনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৯ রান করলে বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব না হওয়ায় টসের সাহায্য নেন ম্যাচ রেফারি ভেঙ্কটপতি রাজু।

অধিনায়ক লাহিরু থিরিমান্নে টস জিতলে বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা।

এর আগে মাত্র ৬ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিচ্ছিলেন তামিম ইকবাল (২৪) ও সাব্বির রহমান (অপরাজিত ২৭)।