দ.আফ্রিকা ওয়ানডে দলে ফিরলেন ফিল্যান্ডার

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ফিরলেন অলরাউন্ডার ভার্নন ফিল্যান্ডার। আগামী মাসে নিউ জিল্যান্ড সফর এবং তার পরের মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য ফিল্যান্ডারকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 01:58 PM
Updated : 30 Sept 2014, 01:59 PM

এই মাসের শুরুতে জিম্বাবুয়েতে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা দলটিতে একমাত্র ফিল্যান্ডার যোগ হয়েছেন। ওই সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ছাড়া ছিল ওয়ানডেতে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আগামী মাসে নিউ জিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং অস্ট্রেলিয়া সফরে পাঁচটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়া সফরের শুরুতে তিনটি টি-টোয়েন্টিও খেলবে জেপি ডুমিনিরা। মঙ্গলবার এই সংস্করণের দলও ঘোষণা করেছে সিএসএ।

১৪ সদস্যের এই দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন দুই মুখ ব্যাটসম্যান রিজা হেনড্রিকস ও পেসার কাগিসো রাবাডা।

তাছাড়া ডাক পেয়েছেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা রিলি রুশো। তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার।

টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসিকে বিশ্রাম দেয়ায় দলটির নেতৃত্ব দেবেন ডুমিনি।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবোট, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ দু প্লেসি, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, মরনে মরকেল, অ্যারন ফাঙ্গিসো, ভার্নন ফিল্যান্ডার, রিলি রুশো, ডেল স্টেইন।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: জেপি ডুমিনি (অধিনায়ক), কাইল অ্যাবোট, ফারহান বেহারদিন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি ল্যাঙ্গ, রিজা হেনড্রিক্স, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাডা, রিলি রুশো, ডেভিড উইজ।