ইডেনে শক্তিশালী দল পাঠাবে বাংলাদেশ

কলকাতার ইডেন গার্ডেনসের ১৫০ বছর পূর্তিতে আয়োজিত টুর্নামেন্টে শক্তিশালী দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 01:39 PM
Updated : 30 Sept 2014, 04:08 PM

ইডেনের সার্ধশত পূর্তি উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) মাসব্যাপী আয়োজনে থাকছে চারটি দল নিয়ে একটি টুর্নামেন্টও। এতে একটি দল পাঠাতে বিসিবিকে চিঠি পাঠান ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান ইডেনে দল পাঠানো প্রসঙ্গে বলেন, “সৌরভ গাঙ্গুলির খুব ইচ্ছা, বাংলাদেশ থেকে আমরা শক্তিশালী দল পাঠাই। এমসিসি ও মুম্বাই থেকে দল আসবে। সেক্ষেত্রে আমাদের সেরা দলই পাঠাতে হবে।”

বিসিবি প্রধান মনে করেন, ইডেনের টুর্নামেন্টে বাংলাদেশের অংশ নেয়া খুবই জরুরি।

২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হতে পারে চার দলের টুর্নামেন্টটি। তবে সে সময়ে বাংলাদেশে জিম্বাবুয়ে দল থাকায় জাতীয় দল পাঠানো সম্ভব হবে না। অন্তত ‘এ’ দলের মানের কোনো দল পাঠতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ পিছিয়ে দিতে চায় বিসিবি।

“আমরা সিসিডিএমকে বলেছি, প্রিমিয়ার লিগ দরকার হলে পাঁচ-ছয় দিন পিছিয়ে দেব। আমরা তখন ‘এ’ দলের কিছু খেলোয়াড় দিয়ে মোটামুটি একটা দল পাঠাতে পারব। এমন নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি।”

প্রথম বিভাগ ১৮ অক্টোবরই শুরু হবে। আর ইডেনে দল পাঠানোর কারণে প্রিমিয়ার লিগ শুরু হতে পারে ২ নভেম্বর।