সমতা ফেরাল ‘এ’ দল

সৌম্য সরকারের অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 11:13 AM
Updated : 30 Sept 2014, 11:13 AM

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৯ উইকেটে ১৬৩ রান করে জিম্বাবুয়ে।

সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক ভুসিমুজি সিবান্দা। তার ৯৭ বলের ইনিংসটি ৭টি চারে গড়া। তিনি ছাড়া দলের আর কেউ ২০ রানও করতে পারেননি।

বাংলাদেশের সৌম্য (২/২৩), জুবায়ের হোসেন (২/২৮) ও ইলিয়াস সানি (২/২৯) দুটি করে উইকেট পান।

জবাবে বাংলাদেশ ৩১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করলে বৃষ্টি নামে। পরে খেলা শুরু হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ১৫৮ রান। তাই স্বাগতিকদের আর ব্যাটিংয়ে নামতে হয়নি।

ম্যাচ সেরা সৌম্য অপরাজিত থাকেন ৮৬ রানে। তার ৮৩ বলের ইনিংসটি ১২টি চার ও ১টি ছক্কা সমৃদ্ধ। তার সঙ্গে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়া লিটন দাসের ব্যাট থেকে আসে ২৯ রান।

জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ও তাফাডজওয়া কামুনগোজি দুটি করে উইকেট নেন।

বুধবার একই ভেন্যুতে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।