এবার নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সুনিল নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি করেছেন আম্পায়াররা। সোমবার ডলফিনসের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্সের এই অফস্পিনারের বোলিং অ্যাকশনকে অবৈধ বলে সন্দেহ করেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 05:45 AM
Updated : 30 Sept 2014, 05:57 AM

নারাইনের সব বল নয়, কেবল দ্রুতগতির বলগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির নিয়ম বলে, ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনারকে আনুষ্ঠানিক পরীক্ষা-নীরিক্ষার জন্য বিসিসিআইয়ের সন্দেহজনক বোলিং অ্যাকশন কমিটির কাছে আবেদন করতে হবে।

এই মুহূর্তে পরীক্ষা ছাড়াই নারাইন টুর্নামেন্ট চালিয়ে যেতে পারবেন। তবে টুর্নামেন্টের ‘সতর্ক তালিকায়’ নাম থাকবে তার। আবার অভিযোগ উঠলে আর টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি।

তবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়াটা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো প্রভাব ফেলবে না।

এর আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে লাহোর লায়ন্সের দুই স্পিনার মোহাম্মদ হাফিজ ও আদনান রসুল এবং ডলফিনসের অফস্পিনার প্রেনেলান সুব্রাইয়ন বিরুদ্ধে।