ম্যাক্সওয়েলকে তিরস্কার

তিরস্কার করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আচরণ বিধি ভাঙায় এই শাস্তি পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2014, 11:24 AM
Updated : 29 Sept 2014, 11:24 AM

রোববার মোহালিতে কেপ কোবরাসের বিপক্ষে ৭ উইকেটের জয় পাওয়া ম্যাচে ২৩ রান করে আউট হয়ে ফেরার পথে মেজাজ হারান ম্যাক্সওয়েল। সীমানার কাছে ময়লা রাখার ঝুড়িতে আঘাত করেন তিনি।

ম্যাক্সওয়েল তার ওপর আনা অভিযোগ স্বীকার করেন। ম্যাচ শেষে এক টুইটে এই ঘটনার জন্য ক্ষমাও চান তিনি।

চলতি বছর আইপিএলে রীতিমত ঝড় তুলেছিলেন ম্যাক্সওয়েল। পাঞ্জাবের সমীহ জাগানিয়া দলে পরিণত হওয়ায় অনেক অবদান অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের। সেই আসরে ১৬ ম্যাচে ৩৪.৫০ গড়ে ৫৫২ রান করেন তিনি। চারটি অর্ধশতক পাওয়া ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট ছিল ঈর্ষা করার মতো ১৮৭.৭৫।

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে গ্রুপ সেরা হয়েই সেমি-ফাইনালে পৌঁছেছে ম্যাক্সওয়েলের দল পাঞ্জাব।