পাঞ্জাবের টানা চতুর্থ জয়

বোলারদের নৈপুণ্যে টানা চতুর্থ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। কেপ কোবরাসকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে ভারতের দলটি। এই জয়ে আগেই সেমি-ফাইনালে পৌঁছে যাওয়া পাঞ্জাব এবার গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করলো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 05:49 PM
Updated : 28 Sept 2014, 05:49 PM

রোববার মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ৯ বল বাকি থাকতে ১৩৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দল কোবরাস।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা আর রিচার্ড লেভি ছাড়া আর কেউ ভালো করতে না পারায় পাঞ্জাবকে বড় লক্ষ্য দিতে পারেনি কোবরাস।

সর্বোচ্চ ৪২ রান করেন লেভি। আর আমলার ব্যাট থেকে আসে ৪০ রান।

এক সময়ে কোবরাসের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০৫ রান। এরপর মাত্র ৩০ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারিয়ে দেড়শ’ পর্যন্তও যেতে পারেনি দলটি।

পাঞ্জাবের অনুরিত সিং ও অক্ষর প্যাটেল তিনটি করে উইকেট নেন।

জবাবে ১৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন ঋদ্ধিমান সাহা। আর ২৩ রান করে আসে বিরেন্দর শেবাগ, মানান ভোহরা ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে।

৪ ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ১৬। সমান ম্যাচে কোবরাসের পয়েন্ট ৪।

৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রপের দ্বিতীয় দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করে হারিকেন্স হোবার্ট।