সোনার শেষ আশা দেখাচ্ছে ক্রিকেট

এশিয়ান গেমসের আর কোনো ইভেন্টে সোনা আসেনি। তাই শিরোপা ধরে রেখে একটি সোনার পদকের জন্য আরো মরিয়া বাংলাদেশের ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 04:09 PM
Updated : 28 Sept 2014, 04:09 PM

ক্রিকেটে চলতি বছরটা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। সেই হতাশা থেকে বের হতে এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখতে চান ক্রিকেটাররা।

ইনচনে এশিয়ার সেরা প্রতিযোগিতায় সোনা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী এনামুল হক। তার জন্য সতীর্থদের নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলার তাগিদ দিয়েছেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।

“স্বাভাবিক খেলা খেলতে পারলে শিরোপা ধরে রাখতে পারবো আমরা। অন্য কোনো ইভেন্টে সোনা পাইনি, তাই দেশের জন্য ক্রিকেট থেকেই একটা সোনা জিততে চাই আমরা। কোনোভাবেই ছন্দ হারাতে চাই না।”

দেশে থাকতেই চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন শ্রীলঙ্কাকেই মূল লক্ষ্য মনে করছেন তিনি। ইনচনে পৌঁছেও সেই কথাই বললেন বাংলাদেশের কোচ।

বুধবার মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বাংলাদেশ। কোয়ার্টার-ফাইনালে নেপাল, কুয়েত বা মালদ্বীপের বিপক্ষে খেলতে হবে তাদের।

তবে শেষ আটের এই ম্যাচ নিয়ে খুব একটা ভাবছেন না হাথুরুসিংহে। তার সব ভাবনা সেমি-ফাইনালকে ঘিরে। শেষ চারের ম্যাচটিকেই ‘ফাইনাল’ হিসেবে দেখছেন তিনি।