নর্দানকে উড়িয়ে সেমি-ফাইনালে পাঞ্জাব

টানা তৃতীয় জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএল দলটি এবার উড়িয়ে দিয়েছে নর্দান ডিস্ট্রিক্টসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2014, 06:12 PM
Updated : 26 Sept 2014, 06:12 PM

শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগে পাঞ্জাবের ১২০ রানের বড় জয়ের নায়ক মানান ভোহরা। মাত্র ৩২ বলে ৬৫ রান করেন তিনি। তার ইনিংসটি ৮টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৫ রান করে স্বাগতিক দল।

বিরেন্দর শেবাগের সঙ্গে ভোহরার ৮ ওভার ৩ বল স্থায়ী ১০২ রানের উদ্বোধনী জুটি পাঞ্জাবকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

ভোহরার বিদায়ের পর রানের গতিতে কিছুটা ভাটা পড়লেও শেবাগ (৫২) ও ডেভিড মিলারের দৃঢ়তায় (অপরাজিত ৪০) বড় সংগ্রহ গড়ে ভারতের দলটি।

জবাবে ১৫ ওভার ২ বলে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ডের দল নর্দান।

সর্বোচ্চ ২৮ রান করেন অ্যান্টন ডেভচিচ। এছাড়া কেন উইলিয়ামসন ২০ ও ড্যানিয়েল ফ্লিন ১২ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে যেতে পারেননি।

১৫ রানে ৪ উইকেট নিয়ে ক্রান্তিবির সিং পাঞ্জাবের সেরা বোলার।

৩ খেলায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই পাঞ্জাব। সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে হোবার্ট হারিকেন্স। আর ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে বাছাই পর্ব পার হয়ে আসা দল নর্দান।