স্পিনাররা জেতালেন বাংলাদেশ ‘এ’ দলকে

স্পিনারদের নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচেও জিতেছে বাংলাদেশ ‘এ’ দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2014, 12:32 PM
Updated : 25 Sept 2014, 02:20 PM

জুবায়ের হোসেন ও সাকলাইন সজীবের চমৎকার বোলিংয়ে চার দিনের ম্যাচে ১১৮ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল স্বাগতিকরা।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৫ উইকেটে ১০৮ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

শুরুতেই নুরুল হাসানকে হারালেও দলকে এগিয়ে নেন অধিনায়ক নাঈম ইসলাম (অপরাজিত ৫০)। তিনি অর্ধশতকে পৌঁছানোর পর ৬ উইকেটে ১৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ২৯৯ রান। তবে সাকলাইন ও জুবায়েরের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে মাত্র ১৮০ রানে অলআউট হয়ে যায় অতিথিরা।

সর্বোচ্চ ৭৪ রান করেন ব্রায়ান চারি। এছাড়া জয়লর্ড গাম্বি ৩৫ ও টিনো মায়োয়ো ২৯ রান করেন। জিম্বাবুয়ের আর কেউ দুই অঙ্কে পৌঁছতে পারেননি।

বাংলাদেশের সাকলাইন ৫ উইকেট নেন ৭৫ রানে। ম্যাচ সেরা জুবায়ের ৭১ রানে নেন ৩ উইকেট; প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট নেন তিনি।