শ্রীলঙ্কার কোচ হলেন আতাপাত্তু

শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব পেলেন সাবেক ব্যাটসম্যান মারভান আতাপাত্তু। ১৫ বছরের মধ্যে এই প্রথম স্থানীয় কাউকে এ দায়িত্ব দিল দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 07:27 PM
Updated : 24 Sept 2014, 07:27 PM

বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট আতাপাত্তুকে প্রধান কোচের দায়িত্ব দেবার বিষয়টি নিশ্চিত করে। গত তিন মাস ধরে এ পদে অস্থায়ী হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক এই টেস্ট ব্যাটসম্যান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট জানায়, কোচ নির্বাচন কমিটি মঙ্গলবার আতাপাত্তুর সাক্ষাৎকার নিয়ে তাকে কোট হিসেবে নেয়ার সুপারিশ করে। নির্বাহী কমিটির সবাই আতাপাত্তুকে কোচ হিসেবে নেয়ার প্রস্তাবে সায় দেয়।

এর আগে ১৯৯৯ সালে সর্বশেষ দেশী কোচ হিসেবে শ্রীলঙ্কা দলের দায়িত্বে ছিলেন রয় ডিয়াস।

প্রধান কোচ হিসেবে আতাপাত্তুর প্রথম দায়িত্ব হবে দলকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত করা। আগামী ২৬ নভেম্বর শুরু হবে সাত ম্যাচের এই সিরিজ। এরপর নিউ জিল্যান্ডে দুটি টেস্ট ও সাতটি ওয়ানডে খেলতে যাবে শ্রীলঙ্কা।

তবে আতাপাত্তুর সবচেয়ে বড় পরীক্ষাটা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপে।