জিতেই চলেছে কেকেআর

শুরুর দিকের মন্থর ব্যাটিংয়ে কাজটা কঠিন হয়ে পড়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে সূর্যকুমার যাদবের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ হাসি হাসলো আইপিএল চ্যাম্পিয়নরাই। পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 06:41 PM
Updated : 24 Sept 2014, 06:41 PM

চ্যাম্পিয়ন্স লিগে এটি কলকাতার টানা তৃতীয় জয়। অন্য দিকে অস্ট্রেলিয়ার দল পার্থের দুই ম্যাচে প্রথম পরাজয়।

বুধবার হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে পার্থ।

সর্বোচ্চ ৭১ রানে অপরাজিত থাকেন উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাডাম ভোগেস। তার ৫২ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়। অধিনায়কের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পথে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন ক্রেইগ সিমন্স।

অস্ট্রেলিয়ার দলটির সাতটি উইকেট ভাগ করে নেন দুই স্পিনার সুনিল নারাইন ও কুলদিপ যাদব। অফস্পিনার নারাইন ৪ উইকেট নেন ৩১ রানে। আর ম্যাচ সেরা বাঁহাতি স্পিনার কুলদিপ ২৪ রানে নেন ৩ উইকেট।

জবাবে দুই বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

রবিন উথাপ্পার ২৩, মনিশ পান্ডের ২৪ রানের পরও ১৪ ওভার শেষে কলকাতার স্কোর ছিল ৮৭/৪। শেষ ৬ ওভারে ভারতের দলটির প্রয়োজন ছিল ৬৫ রান।

সূর্যকুমারের তাণ্ডবে সেই লক্ষ্যে পৌঁছতে কোনো সমস্যা হয়নি কলকাতার। মাত্র ১৯ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসটি ১টি চার ও ৪টি ছক্কায় গড়া।

পার্থের ইয়াসির আরাফাত ৩ উইকেট নেন ৩৯ রানে।