এবার মার্শালের অর্ধশতক

বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা সম্ভব না হলেও জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের দ্বিতীয় ম্যাচে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ‘এ’ দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 11:46 AM
Updated : 24 Sept 2014, 11:46 AM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৮ রান।

প্রথম ইনিংসে ৯৭ রানের চমৎকার ইনিংস খেলা শাহরিয়ার নাফীস দ্বিতীয় ইনিংসে ব্যর্থ।শূন্য রানে তার বিদায়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।

তবে মার্শাল আইয়ুবের অর্ধশতকে দিন শেষে ২৩৪ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ৫৩ রান করা মার্শালের ১২৩ বলের ইনিংসটি ৫টি চার ও ১টি ছক্কায় সাজানো।

এছাড়া রকিবুল হাসান ২১ ও সাদমান ইসলাম ১৮ রান করেন।

এর আগে ৬ উইকেটে ৯১ রান নিয়ে খেলা শুরু করে ১৩২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দলকে দেড়শ রানের কাছাকাছি নিয়ে যান ব্রায়ান চারি (৪৭)।

বাংলাদেশের শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেন চারটি করে উইকেট নেন।