নেপালকে উড়িয়ে দিয়ে সেমিতে সালমারা

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আয়েশা রহমানের অপরাজিত অর্ধশতকের পর বোলারদের দাপটে নেপালের মেয়েদের উড়িয়ে দিয়েছেন সালমারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2014, 08:45 AM
Updated : 25 Sept 2014, 09:19 AM

এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শেষ আটের লড়াইয়ে ৮১ রানের জয় পাওয়া বাংলাদেশ সেমি-ফাইনালে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় খেলা শুরু হবে।

বুধবার ইনচনে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ।

সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন আয়েশা। তার ৬০ বলের ইনিংসটিতে দুটি চার রয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন শাহনাজ পারভীন। আর ১১ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে।
নেপালের সারিতা মাগার ও সিতা রানা মাগার দুটি করে উইকেট নেন।
জবাবে ১৫ ওভার ৩ বলে ২৬ রানে অলআউট হয়ে যায় নেপাল।
নেপালের কেউই দুই অঙ্কে যেতে পারেননি। সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্ত থেকে। ব্যাট থেকে সর্বোচ্চ ৮ রান করেন নারি থাপা।
বাংলাদেশের অধিনায়ক সালমা ৩ উইকেট নেন ১ রানে। রুমানা আহমেদ ৩ উইকেট নেন ৪ রানে। এছাড়া জাহানারা আলম ও ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।