রায়নার ব্যাটে চেন্নাইয়ের প্রথম জয়

চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ডলফিন্সের বিপক্ষে আইপিএল দলটির ৫৪ রানে জয়ে সবচেয়ে বড় অবদান সুরেশ রায়নার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 06:31 PM
Updated : 22 Sept 2014, 06:36 PM

ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ হাজার রান করার পথে ৯০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রায়না। ম্যাচ সেরা এই বাঁহাতি ব্যাটসম্যানের ৪৩ বলের ইনিংসটি ৮টি ছক্কা ও ৪টি চার সমৃদ্ধ।

সোমবার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৪২ রান করে চেন্নাই।

মাত্র ৮ রানে ডোয়াইন স্মিথকে হারালেও ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ৯১ ও ফাফ দু প্লেসির সঙ্গে ৬৫ রানের দুটি চমৎকার জুটি গড়ে দলকে ২ উইকেটে ১৬৪ রানে পৌঁছে দেন রায়না।

উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাককালাম ২৯ বলে ৪৯ রান করেন আর দু প্লেসি ৩০ রান করেন ১৯ বলে।

রায়নার বিদায়ের পর দলকে আড়াইশ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব মাত্র ১৪ বলে ৪০ রানে অপরাজিত থাকা রবিন্দ্র জাদেজার।

জবাবে শেষ বলে ১৮৮ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার দল ডলফিন্স।

দলকে উড়ন্ত সূচনাই এনে দিয়েছিলেন ক্যামেরন ডেলপোর্ট ও কোডি চেট্টি। ডেলপোর্ট মাত্র ৯ বলে করেন ৩৪ রান। আর চেট্টির ৩৮ রান আসে ২৮ বলে।

৭ ওভার শেষে ডলফিন্সের স্কোর ছিল ৯০/৩। তবে এরপর নিয়মিত উইকেট হারানোয় শেষ পর্যন্ত বড় হার এড়াতে পারেনি দলটি।

চেন্নাইয়ের মোহিত শর্মা ৪ উইকেট নেন ৪১ রানে।