কলকাতাকে জেতালেন নারাইন, গম্ভির

সুনিল নারাইন আর গৌতম গম্ভিরের নৈপু্ণ্যে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাকিস্তানের লাহোর লায়ন্সকে ৪ উইকেটে হারিয়েছে আইপিএল চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 06:13 PM
Updated : 21 Sept 2014, 06:13 PM

‘এ’ গ্রুপের দল কলকাতার এটি টানা দ্বিতীয় জয়। আর বাছাই পর্ব পেরিয়ে আসা লাহোর হারল চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচে।

রোববার রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫১ রান করে লাহোর।

সর্বোচ্চ ৫৯ রান আসে আহমেদ শেহজাদের ব্যাট থেকে। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ৪টি ছক্কায়।

বিনা উইকেটে ৫০ থেকে ১০৩ রানে ৬ উইকেট হারানো লাহোর দেড়শ’ পার হয় উমর আকমলের ব্যাটে ভর করে। শেষ বলে আউট হওয়ার আগে ৪০ রান করেন তিনি। তার ২৪ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

লাহোরের সংগ্রহ আরো বড় হতে দেননি ম্যাচ সেরা নারাইন। ৪ ওভার বল করে মাত্র ৯ রানে তিন উইকেট নেন এই অফস্পিনার।

জবাবে তিন বল বাকি রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।

রবিন উথাপ্পার (৪৬) সঙ্গে গম্ভিরের ১০০ রানের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যায় কলকাতা। ১১৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৬০ রান করেন কলকাতার অধিনায়ক। তার ৪৭ বলের ইনিংসটি ৮টি চারে গড়া।

গম্ভিরের বিদায়ের পর আর চারটি উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি ভারতের দলটির।