নর্দানের জয়ে উইলিয়ামসনের শতক

কেন উইলিয়ামসনের তাণ্ডবে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সহজ জয় পেয়েছে নর্দান ডিস্ট্রিক্টস। কেপ কোবরাসকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৩৩ রানে হারিয়েছে বাছাই পর্ব পেরিয়ে আসা নিউ জিল্যান্ডের দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 06:56 PM
Updated : 19 Sept 2014, 06:56 PM

ম্যাচ সেরা উইলিয়ামসন অপরাজিত থাকেন ১০১ রানে। তার ৪৯ বলের ইনিংসটি ৫টি ছক্কা ও ৮টি চার সমৃদ্ধ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই নিউ জিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যানের প্রথম শতক।

শুক্রবার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৬ রান করে নর্দান ডিস্ট্রিক্টস।

অ্যান্টন ডেভচিচের সঙ্গে উইলিয়ামসনের ১৪০ রানের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় নর্দান ডিস্ট্রিক্টস। রান-আউট হওয়ার আগে ৬৭ রান করেন ডেভচিচ। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো ৮টি চার ও ১টি ছক্কায়।

তৃতীয় উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৩২) সঙ্গে ৫১ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন উইলিয়ামসন।

কেপ কোবরাসের চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ভার্নন ফিল্যান্ডার দুটি করে উইকেট নেন।

জবাবে কেপ কোবরাসের ইনিংসের ৭.২ ওভারে বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় দক্ষিণ আফ্রিকার দলটির স্কোর ছিল ৪৪/২। ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য কেপ কোবরাসের প্রয়োজন ছিল ৭৭ রান।