অস্ট্রেলিয়ায় আফগানিস্তানের প্রস্তুতি শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই দুয়েকটা দলকে হারানোর স্বপ্ন দেখছেন আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ নবি। আর সে সামর্থ্য তাদের আছে বলেও বিশ্বাস করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 04:28 PM
Updated : 19 Sept 2014, 04:28 PM

১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে আফগানিস্তানের। এশিয়া কাপে বাংলাদেশে স্বাগতিকদের বিপক্ষে পাওয়া ৩২ রানের জয় স্বপ্ন দেখাচ্ছে নবিকে।

“আমার মনে হয় প্রথম ম্যাচটি (বাংলাদেশের সাথে) খুবই গুরুত্বপূর্ণ। জয় দিয়েই শুরু করতে চাইবে সবাই। আমরা এর আগেও বাংলাদেশকে হারিয়েছি, যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।”

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলাটা স্মরণীয় করার প্রত্যাশায় নবি বলেন, “এক কিংবা দুইটা দলকে হারানোর ক্ষমতা আমাদের আছে।”

আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে খেলবে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

'এ' গ্রুপে অন্য দলগুলো হলো ইংল্যান্ড, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং দুই স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড।

বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির জন্যে আইসিসির হাই পারফরম্যান্স প্রোগামে অংশ নিতে অস্ট্রেলিয়া পৌছেছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে চার সপ্তাহের এই প্রস্তুতি পর্বে অস্ট্রেলিয়ার বিভিন্ন দলের সঙ্গে মোট আটটি ম্যাচ খেলবে আফগানরা।