কেয়ার্নস এখন পরিচ্ছন্নতাকর্মী

এক সময় ক্রিস কেয়ার্নসের ব্যাটের তাণ্ডবে অসহায় হয়ে পড়তো প্রতিপক্ষ বোলাররা। আর এখন নিউ জিল্যান্ডের সাবেক এই ক্রিকেটারই অসহায় জীবনযাপন করছেন। সংসার চালাচ্ছেন ট্রাক চালিয়ে আর বাসের যাত্রী ছাউনি পরিষ্কার করে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 04:26 PM
Updated : 19 Sept 2014, 05:54 PM
২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো কেয়ার্নস ট্রাক চালিয়ে আর বাসের যাত্রী ছাউনি পরিষ্কার করে ঘণ্টায় ১৭ ডলার করে আয় করেন। এ দিয়েই তার সংসার চালানোর সঙ্গে ম্যাচ পাতানো মামলার আইনী লড়াইয়ের খরচও মেটাতে হয়।
নিউ জিল্যান্ডের সাবেক অলরাউন্ডারে বিরুদ্ধে বর্তমানে ম্যাচ পাতানো অভিযোগের ব্রিটিশ কর্তৃপক্ষের তদন্ত চলছে।
ম্যাচ পাতানোর অভিযোগে ক্রিকেটে আজীবন নিষিদ্ধ হওয়া কেয়ার্নসের সাবেক সতীর্থ লু ভিনসেন্ট কারো নাম উল্লেখ না করে বলেছিলেন, একজন বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার তাকে দুর্নীতির এই গহবরে ঢুকিয়েছেন।
কেয়ার্নস মেনে নেন, ভিনসেন্ট তাকেই নির্দেশ করেছেন। তবে এটাকে তিনি হাস্যকর আর অদ্ভুত বলেও দাবি করেন।