১৮ ওভারে ১৫ উইকেট!

আর একটু হলেই কাউন্টি ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার গল্পটা লিখতে পারতেন ক্রিস রাসওয়ার্থ। তা না হলেও দুই ইনিংস মিলিয়ে এক পর্যায়ে ১৮ ওভারে ১৫ উইকেট নিয়ে ঠিকই সবার নজর কেড়েছেন ডার‌হ্যামের এই মিডিয়াম পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 11:16 AM
Updated : 18 Sept 2014, 11:18 AM

চেস্টার-লি-স্ট্রিটে নর্থহ্যাম্পটনশায়ারের বিপক্ষে ডারহ্যামের ম্যাচে বোলিং তাণ্ডবে নর্থহ্যাম্পটনশায়ারের ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে দেন রাসওয়ার্থ।

প্রথম ইনিংসে ১২ ওভার বোলিং করে ৫২ রান দিয়ে ৯ উইকেট তুলে নেন রাসওয়ার্থ। মরিস চেম্বার্সের উইকেটটি বেন স্টোকস না নিলে হয়ত প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে দশ উইকেট নেয়ার কৃতিত্ব গড়তেন রাসওয়ার্থ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি আছে কেবল দুজনের।

জনসন-গিবসনদের পাশে এ যাত্রায় বসতে না পারলেও কাউন্টির চলতি মৌসুমের এখন পর্যন্ত সেরা বোলিং রাসওয়ার্থের (৫২/৯)। দ্বিতীয় ইনিংসে ৪৩ রানের বিনিময়ে আরো ৬ উইকেট নেন তিনি। রাসওয়ার্থের দল ডারহ্যামও ইনিংস ও ২১৯ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে।