বাংলাদেশের ক্রিকেটারদের কটূক্তি করায় ব্র্যাভোর শাস্তি

দ্বিতীয় টেস্টের বাংলাদেশের ক্রিকেটারদের ‘স্লেজিং’ করায় মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন ড্যারেন ব্র্যাভো। এর শাস্তিও পেয়ে গেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 06:39 AM
Updated : 18 Sept 2014, 02:08 PM

বুধবার রাতে আইসিসিরি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্ট লুসিয়া টেস্টে চতুর্থ দিনে এ ঘটনা ঘটে। আম্পায়াররা বার বার সতর্ক করে দেয়ার পরও ব্র্যাভো বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যানকে কটূক্তি করা চালিয়ে যান।

ব্র্যাভোর তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেন। ফলে ম্যাচ রেফারি রোশান মহানামা মাঠের আম্পায়ার স্টিভ ডেভিস ও রিচার্ড ইলিংওয়ার্থ, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার পিটার নিরোর আনা অভিযোগ নিয়ে আনুষ্ঠানিক শুনানি করেন। এতে ব্র্যাভোর দোষ প্রমাণিত হওয়ায় তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়।

প্রথম টেস্টে বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টে ২৯৬ রানে হারে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিল অতিথিরা।