ক্লার্কের জায়গায় হিউজ

চোটের কারণে ছিটকে পড়া মাইকেল ক্লার্কের বদলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন ফিলিপ হিউজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2014, 09:23 AM
Updated : 17 Sept 2014, 02:41 PM

এ মাসের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দুটি অর্ধশতক করলেও অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে শুরুতে জায়গা পাননি হিউজ। ক্লার্কের চোটের কারণে সুযোগ মিলেছে ২৬ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটসম্যানের।

ওই ত্রিদেশীয় সিরিজেই অনুশীলনে নেমে বাম পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট পান ক্লার্ক। মঙ্গলবার অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কোনটোরিস জানান, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না তিনি।

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৭ অক্টোবর।

সফরে দুই দল দুই টেস্টের সিরিজও খেলবে। ২২ অক্টোবর শারজাহতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। টেস্ট দলে আগেই ছিলেন হিউজ।