সাকলাইনের অনন্য বোলিং

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফল সাকলাইন সজীব। বাঁহাতি এই স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 10:59 AM
Updated : 16 Sept 2014, 11:17 AM

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৮২ রানে ৯ উইকেট নিয়ে অতিথিদের ২০৬ রানে বেধে রেখেছিলেন সাকলাইন। সুবিধাজনক অবস্থানে থেকেও ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৫ রানের লিড নেয় বাংলাদেশ।

বোলিং সহায়ক পিচে আবার স্বাগতিকদের ত্রাতা প্রথম ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের কোনো ক্রিকেটার হিসেবে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া সাকলাইন।

দ্বিতীয় ইনিংসে ৫০ রানে ৬ উইকেট নিয়ে অতিথিদের মাত্র ১০৮ রানে বেধে রাখেন সাকলাইন। এই ইনিংসে লেগ স্পিনার জুবায়ের হোসেনের (৪/১৮) সহায়তা পেয়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন সাকলাইন। এর আগে ম্যাচে ১১৩ রানে ১৩ উইকেট প্রাপ্তি ছিল তার সেরা বোলিং। সেটা আরেকটু উজ্জ্বল হল এবার।

দুই ইনিংস মিলিয়ে কক্সবাজারে ১৩২ রানে ১৫ উইকেট নেন সাকলাইন।

এই ম্যাচের আগে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সাকলাইন। এতে ২১.৭০ গড়ে ২২৯ উইকেট নেন তিনি। ৫ উইকেট নেন ১৪ বার আর ১০ উইকেট দু'বার।