টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি

তিন বছরেরও বেশি সময় পর পাকিস্তানের অধিনায়ক হলেন শহিদ আফ্রিদি। ভারতে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দেশটির টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2014, 10:18 AM
Updated : 16 Sept 2014, 10:38 AM

বাংলাদেশে গত টি-টিয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মোহাম্মদ হাফিজ। সেই থেকে সংক্ষিপ্ততম সংস্করণের এই ক্রিকেট নতুন অধিনায়কের খোঁজে ছিল পিসিবি। বোর্ড কর্মকর্তা ও প্রধান কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে আলোচনা করে আফ্রিদির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান।

এর আগে ২০০৯-২০১১ মেয়াদে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন আফ্রিদি। তার অধিনায়কত্বে খেলা ১৯ ম্যাচে পাকিস্তানের সাফল্য অবশ্য আহামরি নয়-৮টিতে জয়ের বিপরীতে ১১টি হার।

২০১১ সালের মে মাসে পাকিস্তানের অধিনায়কত্ব হারান ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে পারফরম্যান্সের কারণে নয়, তখনকার কোচ ওয়াকার ইউনিস ও পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে বিরোধে জড়িয়ে অধিনায়কত্ব হারান এই ডানহাতি ব্যাটসম্যান।

৭৪ টি-টোয়েন্টিতে ১৯.১৭ গড়ে আফ্রিদির রান ১১১২। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে ৭৭টি উইকেটও পেয়েছেন তিনি।

পাকিস্তানের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক হিসেবে আছেন মিসবাহ উল হক।