মুম্বাই ইন্ডিয়ান্স ঝড়ে উড়ে গেল সাউদার্ন এক্সপ্রেস

আগের ম্যাচে হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতের দলটি ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কার সাউদার্ন এক্সপ্রেসকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 06:33 PM
Updated : 14 Sept 2014, 06:37 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে দুই খেলায় এটি মুম্বাইয়ের প্রথম জয়। আর সাউদার্ন এক্সপ্রেসের টানা দ্বিতীয় পরাজয়।

রোববার রায়পুরের শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৬১ রান করে সাউদার্ন এক্সপ্রেস। জবাবে ১৬ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই।

মাইক হাসির সঙ্গে লেন্ডল সিমন্সের ১৩৯ রানের উদ্বোধনী জুটি মুম্বাইকে সহজ জয়ের দিকে নিয়ে যায়।

সচিথ পাথিরানার শিকারে পরিণত হয়ে হাসি (৬০) বিদায় নিলে ভাঙে ১৪ ওভার ৪ বল স্থায়ী জুটি। হাসির ৪০ বলের ইনিংসটি ৫টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।

হাসির বিদায়ের পর কাইরন পোলার্ডকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ম্যাচ সেরা সিমন্স। ৭৫ রানে অপরাজিত থাকা সিমন্সের ৫১ বলের ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কায় সমৃদ্ধ।

তিন নম্বরে উঠে আসা পোলার্ড মাত্র ৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

এর আগে ৬৫ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ে শুরুটা ভালো হয়নি সাউদার্ন এক্সপ্রেসের। তবে পারভিজ মাহরুফের ২২ বলে ৪১ রানের ঝড়ো ইনিংসে দেড়শ’ পার হয় শ্রীলঙ্কার দলটির সংগ্রহ।

এছাড়া দানুশকা গুনাথিলাকা ৩০ এ অ্যাঞ্চেলো পেরেরা ২৮ রান করেন।