সজীবের ৯ উইকেটে বিধ্বস্ত জিম্বাবুয়ে ‘এ’

সাকলাইন সজীবের ক্যারিয়ার সেরা বোলিংয়ে চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে সংগ্রহ বড় হয়নি জিম্বাবুয়ে ‘এ’ দলের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2014, 10:14 AM
Updated : 15 Sept 2014, 10:00 AM

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ভুসিমুজি সিবান্দা ও রেগিস চাকাবভার দুটি অর্ধশতকে কোনোমতে দুইশ’ পার হয় অতিথি দলটির সংগ্রহ।

দিনের তৃতীয় সেশনে ২০৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ৩১.১ ওভার বল করে ৮২ রানে ৯ উইকেট নিয়ে সজীব একাই গুড়িয়ে দেন অতিথি দলটিকে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাঁহাতি স্পিনারের এটাই সেরা বোলিং। তার আগের সেরা ছিল ২৯ রানে ৭ উইকেট।

লুক জংউইকে বোল্ড করে অপর উইকেটটি নেন ফরহাদ হোসেন।

রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দলকে বড় সংগ্রহের পথেই রেখেছিলেন সিবান্দা (৬২)। টিনো মায়োয়োর সঙ্গে ৪২ রানের উদ্বোধনী জুটির পর ব্রায়ান চারির সঙ্গে ৬১ রানের জুটি গড়েন তিনি। দুটি জুটিই ভাঙার কৃতিত্ব সজীবের।

এক সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ২ উইকেটে ১১৩ রান। এরপর মাত্র ৯ রান যোগ করতে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে অতিথিরা।

অষ্টম উইকেটে ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন চাকাবভা (৬৪)। যথারীতি এই জুটিও ভাঙেন সজীব। এরপর আর বেশিদূর এগোয়নি অতিথিদের ইনিংস।

জবাবে দিন শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান। লিটন কুমার ২৩ ও সাদমান ইসলাম ৪ রানে ব্যাট করছেন। অক্ষত ১০ উইকেট নিয়ে এখনো ১৭৬ রানে পিছিয়ে স্বাগতিকরা।