পিচের সুবিধা নিতে ব্যর্থ বাংলাদেশ

দিনের প্রথম সেশনে পিচে বেশ সহায়তা ছিল বোলারদের জন্য। কিন্তু সেই সুবিধা কাজে লাগাতে পারেননি বাংলাদেশের পেসাররা। তাই দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের সম্ভাবনা ওয়েস্ট ইন্ডিজের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2014, 01:51 PM
Updated : 13 Sept 2014, 09:31 PM

প্রথম দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়া ড্যারেন ব্র্যাভো ৪৪ ও শিবনারয়ন চন্দরপল ৩৪ রানে ব্যাট করছেন।

শনিবার সেন্ট লুসিয়ার বসেজু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন ক্রেইগ ব্রেথওয়েইট ও লিয়ন জনসন। কোনো ক্ষতি ছাড়াই দিনের প্রথম সেশন কাটিয়ে দেন এই দুজনে।

বিনা উইকেটে ৬১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় সেশনে দ্রুত রান তুলতে থাকে। দুই ব্যাটসম্যানই পৌঁছন অর্ধশতকে। একশ’ ছাড়িয়ে জুটি পৌঁছয় দেড়শর কাছাকাছি।

এমন সময়ে প্রথম আঘাত হানে বাংলাদেশ। আগের টেস্টে দ্বিশতক পাওয়া ব্রেথওয়েইটকে তাজুল ইসলামের ক্যাচে পরিণত করেন তিন বছর পর টেস্ট খেলতে নামা শফিউল ইসলাম।

১৪৩ রানের জুটি ভাঙার পর বেশিক্ষণ টিকেননি অভিষিক্ত জনসন। ওয়েস্ট ইন্ডিজের পাঁচশতম টেস্টে তিনশতম খেলোয়াড় হিসেবে টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল।

এই সেশনে আরেকটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। কিন্তু শফিউলের বলে কার্ক এডওয়ার্ডসের ক্যাচটি তালুবন্দি করতে পারেননি তাইজুল।

তবে বেশিক্ষণ টিকেননি এডওয়ার্ডস। চা-বিরতি পর মাহমুদুল্লাহ রিয়াদের বলে শামসুর রহমানের চমৎকার ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৪৬/৩ (ব্রেথওয়েইট ৬৩, জনসন ৬৬, এডওয়ার্ডস ১৬, ব্র্যাভো ৪৪*, চন্দরপল ৩৪*; মাহমুদুল্লাহ ১/২৫, শফিউল ১/৩৭, তাইজুল ১/৭৯)