বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নেই গেইল

সেন্ট লুসিয়ায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দলে খেলছেন না উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2014, 05:07 AM
Updated : 12 Sept 2014, 05:07 AM

‘ব্যক্তিগত কাজ’ করার সুযোগ করে দিতে তাকে দলে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানায়, গেইলের জায়গায় দলে ঢুকেছেন গায়ানার ব্যাটসম্যান লিওন জনসন। তিনটি একদিনের ম্যাচ খেললেও টেস্ট খেলা হয়নি ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০টি ম্যাচে দুটি শতক আছে তার। গড় মাঝারি, ৩৩.১৮।

গেইল প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ রান করেন। স্বাগতিকদের ১০ উইকেটে জেতা এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯ রানে অপরাজিত ছিলেন তিনি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একটি উইকেটও পান তিনি।
গেইলের বদলে জনসনের ঢোকা ছাড়া শনিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। এই দলের শেন শিলিংফোর্ড ও জ্যাসন হোল্ডার সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্ট খেলেননি।
দ্বিতীয় টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: দিনেশ রামদিন (অধিনায়ক, উইকেটরক্ষক), সুলিমান বেন, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রেথওয়েইট, ড্যারেন ব্র্যাভো, শিবনারায়ন চন্দরপল, কার্ক এডওয়ার্ডস, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, লিওন জনসন, কেমার রোচ, শেন শিলিংফোর্ড, জেরোম টেইলর।