মুশফিকের নিঃসঙ্গ লড়াই

সতীর্থদের ব্যাটে রান খরা চললেও উজ্জ্বল ব্যতিক্রম মুশফিকুর রহিম। রানের মধ্যে থাকা অধিনায়কের শতকে ইনিংস পরাজয় এড়িয়েছে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 02:43 PM
Updated : 9 Sept 2014, 03:34 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের তৃতীয় শতকে পৌঁছেন মুশফিক।

২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শতক পেয়েছিলেন মুশফিক। অধিনায়ক হওয়ার পর গত বছর গলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিশতকে পৌঁছন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করার পর চারবার অর্ধশতকে পৌঁছলেও তার কোনটিকেই শতকে পরিণত করতে পারেননি মুশফিক।

কিংসটাউনে প্রথম ইনিংসে সঙ্গীর অভাবে অর্ধশতকে পৌঁছতে পারেননি মুশফিক। ৪৮ রানে অপরাজিত থেকেও দলকে ফলো-অনের হাত থেকে বাঁচতে পারেননি।

দ্বিতীয় ইনিংসে অধিনায়কের দৃঢ়তায় ইনিংস পরাজয় এড়ায় বাংলাদেশ। এবার সঙ্গীর অভাবে শতক না পাওয়ার শঙ্কায় পড়েছিলেন মুশফিক। কিন্তু কেমার রোচের বলে ছক্কা হাঁকিয়ে ঠিকই নিজের স্কোর তিন অঙ্কে নিয়ে যান তিনি।

১২২ বলে প্রথম অর্ধশতকে পৌঁছন মুশফিক। এ সময় তার ব্যাট থেকে আসে ৭টি চার। আর শতকে পৌঁছেন ২২১ বলে। এ সময় একমাত্র ছক্কাটি হাঁকানো ছাড়াও আরো পাঁচটি চার আসে তার ব্যাট থেকে।

দশম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ১১৬ রানের চমৎকার ইনিংস খেলেন মুশফিক। তার ২৪৩ বলের ইনিংসটি সাজানো ১৫টি চার ও ১টি ছক্কায়।