ভারতের ভিসা পেল পাকিস্তানের দল

লাহোর লায়ন্সের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দলটিকে ভারতের ভিসা দেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 11:49 AM
Updated : 9 Sept 2014, 11:49 AM

ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির বাছাইপর্বে খেলবে লাহোর লায়ন্স। ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার কারণে এই টুর্নামেন্টে তাদের অংশ নেয়াটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।

মোহাম্মদ হাফিজ, উমর আকমল ও আহমেদ শেহজাদ সমৃদ্ধ লাহোর লায়ন্স দলের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি অভিযান আগামী শনিবার শুরু হবে। তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স।

এরপর শ্রীলঙ্কার সাউদার্ন এক্সপ্রেস ও নিউ জিল্যান্ডের নর্দান ডিসট্রিক্টসের বিপক্ষে খেলবে লাহোর লায়ন্স।