নিষিদ্ধ ওয়ানডের সেরা বোলার আজমল

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য পাকিস্তানের স্পিনার সাইদ আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2014, 07:26 AM
Updated : 9 Sept 2014, 10:30 AM

সব ফরম্যাটের ক্রিকেটে দলের সেরা স্পিনারের ওপর এই নিষেধাজ্ঞা পাকিস্তানের ক্রিকেটের জন্য বিশাল একটি আঘাত হয়ে এসেছে।

আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, পরীক্ষার পর আজমলের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়।

গত মাসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট চলার সময় আম্পায়াররা ৩৬ বছর বয়সী এই অফ-স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এরপর ব্রিসবেনে আজমলে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষার পর দেখা যায় বল ডেলিভারি করার সময় তার কুনুই নির্ধারিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। শুধু দুসরা নয়, সব ধরণের বোলিং করার সময়ই এমনটা হয়।

কারো বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করলে আইসিসির নিয়ম অনুযায়ী ২১ দিনের মধ্যে ওই বোলারকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা করাতে হয়। ওই শর্ত পূরণ করতেই ব্রিসবেনে আজমলকে বোলিং অ্যাকশন পরীক্ষা করতে পাঠিয়েছিল পাকিস্তান।

ছবি: রয়টার্স

আইসিসির অনুমোদিত বায়ো-মেকানিক্স বিশেষজ্ঞরা ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে আজমলের বোলিং অ্যাকশনের পরীক্ষা করেন।
আজমল অবশ্য তার বোলিং অ্যাকশন শুধরে নতুন করে পরীক্ষার জন্য আইসিসির কাছে আপিল করতে পারবেন।
৩৫টি টেস্ট ও ১১১টি ওয়ানডে খেলা আজমলের বোলিং অ্যাকশন নিয়ে আগেও আম্পায়াররা রিপোর্ট করেছিলেন। ২০০৯ সালের এপ্রিলে তার দুসরা ডেলিভারি নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। অবশ্য পরের মাসেই পরীক্ষায় তার অ্যাকশন সঠিক প্রমাণিত হয়েছিল। এবার আর পার পেলেন না বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা এই বোলার।
টেস্ট ও টি-টোয়েন্টিতেও সেরা দশ বোলারের মধ্যে আছেন আজমল।