অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে অ্যাবট

পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৪ সদস্যের দলে নতুন মুখ শিন অ্যাবট। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন তরুণ এই মিডিয়াম পেসার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2014, 05:03 PM
Updated : 8 Sept 2014, 05:03 PM

২২ বছর বয়সী অ্যাবট গত মৌসুমে রিয়বি কাপে ২০.৯৩ গড়ে ১৬ উইকেট নেন। শেফিল্ড শিল্ডে ভালো খেলার জন্য ২০১৩-১৪ মৌসুমে তার প্রদেশের সেরা খেলোয়াড় হিসেবে স্টিভ ওয়াহ পদক পান নিউ সাউথ ওয়েলসের এই ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার আর শেন ওয়াটসন। নবজাতকের পাশে থাকার জন্য জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে খেলেননি ওয়ার্নার। আর ওয়াটসন খেলতে পারেননি চোটের কারণে।

ত্রিদেশীয় সিরিজে খেলা বেন কাটিং ও কেন রিচার্ডসন দল থেকে বাদ পড়েন।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শারজায় শুরু হবে ৭ অক্টোবর। দুবাইয়ে দ্বিতীয় ওয়ানডে হবে ১০ অক্টোবর। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আবুধাবিতে হবে ১২ অক্টোবর।

অস্ট্রেলিয়া ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হ্যাডিন, জেমস ফকনার, শিন অ্যাবট, মিচেল জনসন, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।