প্রস্তুতি ম্যাচে লিটনের শতক

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রস্তুতি ভালোই হয়েছে। শতক পেয়েছেন লিটন দাস। অর্ধশতক এসেছে মার্শাল আইয়ুব ও নুরুল হাসানের ব্যাট থেকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2014, 04:57 PM
Updated : 8 Sept 2014, 04:57 PM

সোমবার দুই দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন ‘এ’ দল ৪ উইকেটে ৩৩২ রান তুলে ইনিংস ঘোষণা করে।

প্রথম দিন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ব্যাটিং করা সাকিব আল হাসান বোলিংও করেছেন। ১০ ওভার বল করে ১৪ রান দিয়ে সাদমান ইসলামের উইকেটটি নেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজে বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি ওঠা সোহাগ গাজী অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বল করেন। ২৫ ওভার বল করে এই অফস্পিনার ৯৬ রান দিয়ে নেন ২ উইকেট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে ‘এ’ দল। সাদমানের সঙ্গে ৬৬ রানের উদ্বধোনী জুটি গড়ার পর দ্বিতীয় উইকেটে মার্শালের সঙ্গে ১৫৩ রানের আরেকটি চমৎকার জুটি উপহার দেন লিটন।

শতরানে পৌঁছনোর পর স্বেচ্ছায় অবসর নেন লিটন (১০৩)। তার ১৪৯ বলের ইনিংসটি ১৪টি চার ও ২টি ছক্কায় সাজানো। এরপর বেশিক্ষণ টেকেননি মার্শাল (৬২)।

অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে অধিনায়ক নাঈম ইসলামের (অপরাজিত ৩৯) সঙ্গে ১০৩ রানের জুটি উপহার দেন নুরুল (অপরাজিত ৬৭)।

প্রথম ইনিংসে ২১০ রান করা অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে ৬৩ রান করলে খেলা শেষ হয়ে যায়। প্রত্যাশিত ড্র হওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন সাকিব। তার ব্যাট থেকে আসে ৪৪ রান।