বাংলাদেশে জিম্বাবুয়ে ‘এ’ দলের নেতৃত্বে সিবান্দা

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন ভুসিমুজি সিবান্দা। সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2014, 03:56 PM
Updated : 23 Sept 2014, 12:40 PM

এক দশক পর জিম্বাবুয়ের টেস্ট দলে ফেরা মার্ক ভারমেউলেন রয়েছেন ‘এ’ দলে। চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে না খেলা রিচমন্ড মুতুমবামিও আসছেন বাংলাদেশে।

গত জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ে ‘এ’ দলের। কিন্তু বৃষ্টির কারণে সিরিজটি সেপ্টেম্বরে সরিয়ে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী রোববার শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। ২১ সেপ্টেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ। আর ২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর হবে তিনটি ওয়ানডে।

জিম্বাবুয়ে ‘এ’ দল: ভুসিমুজি সিবান্দা (অধিনায়ক), রেগিস চাকাবভা, ব্রায়ান চারি, মাইকেল চিনুয়া, জয়লর্ড গাম্বি, লুক জংউই, তাফাদজওয়া মানাতসা, নেভিল মাদজিভা, টাটেন্ডা মানাটসা, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, টিনো মায়োয়ো, কুডাকওয়াসে মুনইয়েডে, টাওয়ান্ডা মুপারিওয়া, ফরস্টার মুটিজওয়া, টিনোটেন্ডা মুতুমবডজি, রিচমন্ড মুতুমবামি, টাওরাই মুজারাবানি, মার্ক ভারমেউলেন ও ম্যালকম ওয়ালার।